Monday, December 6, 2010

নিত্যদিনকার অভিজ্ঞতা - ১

আমার ছোট বোনটা আইসক্রিম খেতে খুব ভালবাসে। এজন্য মাঝে মাঝেই আমি বাস থেকে নেমে বাসায় যাওয়ার আগে ওর জন্য আইসক্রিম নিয়ে যাই। আমাদের বাসায় যাওয়ার রাস্তার ঠিক উল্টোদিকে বাজারে যাওয়ার রাস্তা। বাজারে এক মিষ্টির দোকান থেকে আইসক্রিম কিনি । বাস থেকে নেমে, বাজারের দিকে রওনা করে, দুটো মোড় পার হয়ে আর কিছুটা হাঁটলেই দোকানটা ।

সেদিন মনটা খুব ভালো ছিল। বাস থেকে নেমে ভাবলাম, আইসক্রিম কিনে নিয়ে যাই। যাবার পথে গুনগুন করে গাইছিলাম। আমি তখন প্রথম মোড়ের কাছাকাছি। পিছন থেকে কারও মন্তব্য শুনতে পেলাম, "জোরে গাইলেই তো হয়" । তাকিয়ে দেখি মাঝবয়সী এক ভদ্রলোক। জিজ্ঞেস করলেন কি করি - বললাম পড়াশোনা। একসঙ্গেই হাঁটছিলাম আমরা ... কিছুক্ষণ বাদে আমায় জিজ্ঞেস করলেন, "তোমার PHD কোথায়"? আমি তো কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই এবারে তিনি যা বললেন, তাতে আর আমি হাসি সম্বরন করতে পারলাম না। PHD মানে বোঝ নি ! Personal Home District !!! আমি তাকে বললাম, PhD শব্দের তো আলাদা মানে আছে জানেন ? কিছুক্ষণ বোঝানোর পর তিনি বললেন, তাতে কি হয়েছে? উল্টো আমাকে জিজ্ঞেস করে বসলেন, DOG মানে কি? আমি বললাম কুকুর। তার পরে বললেন, কিন্তু DOG এর তো আরও মানে আছে, DOG সাহেব বলে শোন নি কখনো? বললাম, শুনেছি। কিন্তু, DOG এর এই দুইটা মানেই তো সবাই জানে। আর, আপনি যে মানেটা বললেন PHD এর, এটা তো কেউ জানে না !! উনি বললেন তাতে কি, PhD মানে তো এটাও হতে পারে, তাই না? অদ্ভূত, অকাট্য যুক্তি !!

যাই হোক আমি মনে মনে তার কাছ থেকে পরিত্রাণ পাবার কথা ভাবছি। তাকে পার করে চলে যাবো কিনা - এই ভাবনা নিয়ে যখন দোটানায় - ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, কোথায় পড়? আমি বললাম বুয়েটে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, "গভর্নমেন্ট ভার্সিটিগুলো তো প্রাইভেট ভার্সিটি'র থেকে ভাল, তাই না" ? আমি বললাম, হ্যাঁ, পাবলিক ভার্সিটিগুলো তো অবশ্যই বেশি ভাল। বলেই ভাবলাম, উনি আমার কথা বুঝেছেন তো? আমার ভাবনার সত্যতা প্রমাণিত হতে বেশিক্ষণ লাগল না। সাথে সাথেই তার প্রত্যুত্তর, " না, গভর্নমেন্ট ভার্সিটি অবশ্যই পাবলিক ভার্সিটির থেকেও ভাল" !!

এর মধ্যেই আমরা দ্বিতীয় মোড়ে চলে এসেছি। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম । বললাম- "একটু বাজারের দিকে যাব" । উত্তরের অপেক্ষা না করেই আমি দ্রুত পদক্ষেপে গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম।

Monday, May 3, 2010

অামার সাঁতার শেখা : সূচনা এবং প্রাসঙ্গিক কথাবার্তা

জীবনে খুব একটা পানিতে নেমেছি বলে মনে পড়ছে না। মা বলেন, খুব ছোটবেলায় নাকি আমি পানিতে ডুবে গিয়েছিলাম একবার। সেই থেকে হয়ত অবচেতন মনে পানির প্রতি একটা ভয় কাজ করে ...

প্রথম পানিতে নামার কথা যেটা মনে পড়ছে, আমার বয়স তখন চার কি পাঁচ বছর হবে ... তবে এটা ঠিক যে তখনো স্কুলে ভর্তি হইনি। অভিজ্ঞতা অবশ্য তেমন কিছু না, পদ্মা নদীতে বাবার সাহায্যে দু-চারবার পা নাড়ানো আর কি। তবে একেবারে কম বললেও ভুল হবে, কারণ এরপর আর পদ্মাতে পা ডুবিয়েছি কিনা মনে করতে পারছি না।

এর পরেরটা
ও গ্রামের বাড়িতে । কথা প্রসঙ্গে বলে নিই, আমার গ্রামের বাড়ি রাজশাহী জেলাতে। মনে হয়, তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, গ্রামে গিয়েছিলাম চাচাতো ভাইয়ের(বড় চাচার বড় ছেলে) বিয়ের দাওয়াত খেতে। অামাদের ওখানে চাচাকে _অাব্বা বলা হয় ... বড় চাচা হল বড় আব্বা, মেজ চাচা হল মেজ আব্বা ইত্যাদি। তো বড় আব্বার কথামতো আমার এক চাচাতো ভাই, ছোটজন ( ছোট ... তবে আমার থেকে ১০ বছরের বড় ) আমাকে গোসল করতে নিয়ে গেলেন পুকুরে ... পানির অবস্থা নাই বা বললাম ... গ্রামের পাবলিক পুকুর অার কি !!! গোসল করলাম ... গোসল বলতে কয়েকটা ডুব দেয়া অার কি ... আর কিছু পানি খাওয়া ।

শেষ যেটা মনে পড়ছে, পঞ্চম শ্রেণীর কথা ... এবারে অবশ্য বেশ ভাল পরিমাণে পানি খেতে হয়েছিল। এই ঘটনাটা বেশ মনে আছে ... কষ্টকর অভিজ্ঞতা মনে হয় মানুষের একটু বেশি মনে থাকে। প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন ... আমরা বন্ধুরা মিলে ভিজলাম ... ফুটবল খেললাম । কে এক জন বলল, পুকুরে গোসল করতে যাবে। তো সবাই মিলে গেলাম ... কিন্তু আমি তো সাঁতার পারি না । একজন বলল, পুকুর গভীর না ... সাহস করে নেমে পড়লাম। নেমেই বিপত্তি ... পাড় দিয়ে নেমেই তলিয়ে গেলাম ... পানি-টানি খেয়ে অবস্থা খারাপ। শেষে সবাই মিলে কোনরকমে টেনে তুলল আমাকে।

...... অনেকদিন তো হয়ে গেল। ছোটবেলার ভয়গুলো এখন আর তেমন কাজ করে না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম সাঁতার শিখব। সবাই পারে আর আমি পারি না :( ... সুন্দরবন ট্যুর এ গিয়ে মনটা আরো খারাপ হল ... নাহ্ এবার শিখতেই হবে । অবশেষে বিডিআর এ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিয়েছি ... দেখা যাক কি হয় .........

Thursday, April 29, 2010

Access a string within quotation by array index

Today, I found something interesting. This is not very important, but, I astonished seeing this at first and was thinking "does it work !!!".

In C, you can access a string withing a quote by array indexes. It will be clear if I give an example.

Say, you have a string "man" you can access it with array index without assigning the string to any character array.

I mean, you don't need to :

char* str[10];
strcpy(str,"man");

you can just access like "man"[0], "man"[1] , "man"[2] etc.

So, just try a little program and see what happens:


int main(){

printf("%c","man"[0]);
printf("%c","man"[1]);
printf("%c\n","man"[2]);

return 0;
}

Wednesday, March 31, 2010

Introduction

I am A.H.M. Mahfuzur Rahman, a student of Bangladesh University of Engineering and Technology. I am a CSE major ...