Monday, May 3, 2010

অামার সাঁতার শেখা : সূচনা এবং প্রাসঙ্গিক কথাবার্তা

জীবনে খুব একটা পানিতে নেমেছি বলে মনে পড়ছে না। মা বলেন, খুব ছোটবেলায় নাকি আমি পানিতে ডুবে গিয়েছিলাম একবার। সেই থেকে হয়ত অবচেতন মনে পানির প্রতি একটা ভয় কাজ করে ...

প্রথম পানিতে নামার কথা যেটা মনে পড়ছে, আমার বয়স তখন চার কি পাঁচ বছর হবে ... তবে এটা ঠিক যে তখনো স্কুলে ভর্তি হইনি। অভিজ্ঞতা অবশ্য তেমন কিছু না, পদ্মা নদীতে বাবার সাহায্যে দু-চারবার পা নাড়ানো আর কি। তবে একেবারে কম বললেও ভুল হবে, কারণ এরপর আর পদ্মাতে পা ডুবিয়েছি কিনা মনে করতে পারছি না।

এর পরেরটা
ও গ্রামের বাড়িতে । কথা প্রসঙ্গে বলে নিই, আমার গ্রামের বাড়ি রাজশাহী জেলাতে। মনে হয়, তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, গ্রামে গিয়েছিলাম চাচাতো ভাইয়ের(বড় চাচার বড় ছেলে) বিয়ের দাওয়াত খেতে। অামাদের ওখানে চাচাকে _অাব্বা বলা হয় ... বড় চাচা হল বড় আব্বা, মেজ চাচা হল মেজ আব্বা ইত্যাদি। তো বড় আব্বার কথামতো আমার এক চাচাতো ভাই, ছোটজন ( ছোট ... তবে আমার থেকে ১০ বছরের বড় ) আমাকে গোসল করতে নিয়ে গেলেন পুকুরে ... পানির অবস্থা নাই বা বললাম ... গ্রামের পাবলিক পুকুর অার কি !!! গোসল করলাম ... গোসল বলতে কয়েকটা ডুব দেয়া অার কি ... আর কিছু পানি খাওয়া ।

শেষ যেটা মনে পড়ছে, পঞ্চম শ্রেণীর কথা ... এবারে অবশ্য বেশ ভাল পরিমাণে পানি খেতে হয়েছিল। এই ঘটনাটা বেশ মনে আছে ... কষ্টকর অভিজ্ঞতা মনে হয় মানুষের একটু বেশি মনে থাকে। প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন ... আমরা বন্ধুরা মিলে ভিজলাম ... ফুটবল খেললাম । কে এক জন বলল, পুকুরে গোসল করতে যাবে। তো সবাই মিলে গেলাম ... কিন্তু আমি তো সাঁতার পারি না । একজন বলল, পুকুর গভীর না ... সাহস করে নেমে পড়লাম। নেমেই বিপত্তি ... পাড় দিয়ে নেমেই তলিয়ে গেলাম ... পানি-টানি খেয়ে অবস্থা খারাপ। শেষে সবাই মিলে কোনরকমে টেনে তুলল আমাকে।

...... অনেকদিন তো হয়ে গেল। ছোটবেলার ভয়গুলো এখন আর তেমন কাজ করে না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম সাঁতার শিখব। সবাই পারে আর আমি পারি না :( ... সুন্দরবন ট্যুর এ গিয়ে মনটা আরো খারাপ হল ... নাহ্ এবার শিখতেই হবে । অবশেষে বিডিআর এ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিয়েছি ... দেখা যাক কি হয় .........

No comments:

Post a Comment