আমার ছোট বোনটা আইসক্রিম খেতে খুব ভালবাসে। এজন্য মাঝে মাঝেই আমি বাস থেকে নেমে বাসায় যাওয়ার আগে ওর জন্য আইসক্রিম নিয়ে যাই। আমাদের বাসায় যাওয়ার রাস্তার ঠিক উল্টোদিকে বাজারে যাওয়ার রাস্তা। বাজারে এক মিষ্টির দোকান থেকে আইসক্রিম কিনি । বাস থেকে নেমে, বাজারের দিকে রওনা করে, দুটো মোড় পার হয়ে আর কিছুটা হাঁটলেই দোকানটা ।
সেদিন মনটা খুব ভালো ছিল। বাস থেকে নেমে ভাবলাম, আইসক্রিম কিনে নিয়ে যাই। যাবার পথে গুনগুন করে গাইছিলাম। আমি তখন প্রথম মোড়ের কাছাকাছি। পিছন থেকে কারও মন্তব্য শুনতে পেলাম, "জোরে গাইলেই তো হয়" । তাকিয়ে দেখি মাঝবয়সী এক ভদ্রলোক। জিজ্ঞেস করলেন কি করি - বললাম পড়াশোনা। একসঙ্গেই হাঁটছিলাম আমরা ... কিছুক্ষণ বাদে আমায় জিজ্ঞেস করলেন, "তোমার PHD কোথায়"? আমি তো কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই এবারে তিনি যা বললেন, তাতে আর আমি হাসি সম্বরন করতে পারলাম না। PHD মানে বোঝ নি ! Personal Home District !!! আমি তাকে বললাম, PhD শব্দের তো আলাদা মানে আছে জানেন ? কিছুক্ষণ বোঝানোর পর তিনি বললেন, তাতে কি হয়েছে? উল্টো আমাকে জিজ্ঞেস করে বসলেন, DOG মানে কি? আমি বললাম কুকুর। তার পরে বললেন, কিন্তু DOG এর তো আরও মানে আছে, DOG সাহেব বলে শোন নি কখনো? বললাম, শুনেছি। কিন্তু, DOG এর এই দুইটা মানেই তো সবাই জানে। আর, আপনি যে মানেটা বললেন PHD এর, এটা তো কেউ জানে না !! উনি বললেন তাতে কি, PhD মানে তো এটাও হতে পারে, তাই না? অদ্ভূত, অকাট্য যুক্তি !!
যাই হোক আমি মনে মনে তার কাছ থেকে পরিত্রাণ পাবার কথা ভাবছি। তাকে পার করে চলে যাবো কিনা - এই ভাবনা নিয়ে যখন দোটানায় - ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, কোথায় পড়? আমি বললাম বুয়েটে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, "গভর্নমেন্ট ভার্সিটিগুলো তো প্রাইভেট ভার্সিটি'র থেকে ভাল, তাই না" ? আমি বললাম, হ্যাঁ, পাবলিক ভার্সিটিগুলো তো অবশ্যই বেশি ভাল। বলেই ভাবলাম, উনি আমার কথা বুঝেছেন তো? আমার ভাবনার সত্যতা প্রমাণিত হতে বেশিক্ষণ লাগল না। সাথে সাথেই তার প্রত্যুত্তর, " না, গভর্নমেন্ট ভার্সিটি অবশ্যই পাবলিক ভার্সিটির থেকেও ভাল" !!
এর মধ্যেই আমরা দ্বিতীয় মোড়ে চলে এসেছি। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম । বললাম- "একটু বাজারের দিকে যাব" । উত্তরের অপেক্ষা না করেই আমি দ্রুত পদক্ষেপে গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment